প্রতিদিন সুনামগঞ্জ শহরের অলিগলি, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজার এলাকায় যাত্রীবাহী ইজিবাইক ও অটোরিকশার দীর্ঘ সারি দেখা যায় একসময়ের শান্ত ও নিরিবিলি শহর সুনামগঞ্জ আজ আর আগের মতো নেই। সময়ের পরিক্রমায় বদলে গেছে শহরের চেহারা। শান্ত শহরের তকমা হারিয়ে এখন এটি পরিচিতি পাচ্ছে যানজট ও দুর্ঘটনার দুর্বিষহ নগরী হিসেবে। সুনামগঞ্জের সড়ক ঠাসা অগণিত অটোরিকশা ও ইজিবাইকে। শহরের প্রায় প্রতিটি প্রধান সড়ক এখন এগুলোর দখলে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি শহরের অলিগলি, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজার এলাকায় যাত্রীবাহী ইজিবাইক ও অটোরিকশার দীর্ঘ সারি দেখা যায়। এসব বাহনের কারণে নিত্যদিন জ্যামে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। অবস্থা এমন দাঁড়িয়েছে— হাঁটার জায়গাটুকুও প্রায় হারিয়ে ফেলেছেন শহরবাসী। যানজট এতটাই প্রকট যে, অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, কেউই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। শহরজুড়ে যেন দমবন্ধ...