ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন (১১ অক্টোবর) সন্ধ্যায় বনানীর একটি স্টুডিওতে জমে ওঠে আনন্দ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা একসঙ্গে মেতে উঠেন প্রিয় অভিনেত্রীর বিশেষ দিন উদযাপনে। কেক কাটা, আড্ডা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অপু বিশ্বাসকে নিজের জন্মদিনে উইশ করা প্রশ্নে একেবারেই আবেগঘন উত্তর দিলেন অভিনেত্রী, তিনটা উইশের মধ্যে আমার একটা কথাই থাকবে—আমি যেন একজন সফল মা হতে পারি। আমার সন্তানের জীবনটা নতুন, তার যাত্রাটাও নতুন। তিনি বলেন, সেখানে যেন আমি একজন পরিপূর্ণ মা হিসেবে পাশে থাকতে পারি। আমি চাই, সে যেন শিখে নেয়—ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়। অপু বিশ্বাস ফিরলেন আবেগঘন মুহূর্তে, শাকিব খানের সঙ্গে কাজ আর ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিতে। শাকিবের কাছ থেকে জন্মদিনে উপহার পেতেন কিনা— এমন প্রশ্নে হেসে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, সে তো...