২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রেমিকাকে হারিয়ে আত্মহত্যা করেছেন এক ইসরায়েলি যুবক। দুই বছর আগে ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসবে ঘটে যাওয়া সেই ভয়াবহ হামলার দ্বিতীয় বার্ষিকীর কয়েকদিন পর, গত শুক্রবার (১০ অক্টোবর) নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন ২৮ বছর বয়সী রোই শালেভ।ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, নেতানিয়ার কাছে একটি হাইওয়ে এক্সিটে জ্বলন্ত গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর কিছু আগে শালেভ একটি গ্যাস স্টেশনে গাড়িতে জ্বালানি নিচ্ছিলেন।আত্মহত্যার আগে ইনস্টাগ্রামে একটি হৃদয়বিদারক বার্তা দিয়ে যান তিনি। সেখানে লেখেন, আমি সত্যিই দুঃখিত। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি ভেতরে ভেতরে জ্বলছি, আর তা ধরে রাখতে পারছি না। আমি বেঁচে আছি, কিন্তু ভেতরে আমি ইতিমধ্যেই মৃত।২০২৩ সালের ৭ অক্টোবর রে’ইম এলাকার...