দিনাজপুরের বীরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকালে এক যুবক হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার (১২ অক্টোবর) তারা আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক মো. ইব্রাহিম আলী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাপ্রাপ্তরা হলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর (৫২), নিজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান আব্দুল খালেক (৫৫), আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা (৫৫), শফিউল ইসলাম (৪৭), আমিনুল ইসলাম (৪৮) ও রেজাউল করিম শেখ (৫৫)। দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন চলাকালে দুপুর ১টায় বীরগঞ্জ উপজেলার ভেলাপুকুর সালাউদ্দিনসহ (১৬) কয়েকজনকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর...