বলিউড নায়ক সালমান খান ও গায়ক অরিজিৎ সিংয়ের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি সকলেরই জানা। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তাঁদের বিবাদের সূত্রপাত হয়েছিল। শেষে অরিজিতের গাওয়া বেশ কয়েকটি গানও নিজের সিনেমা থেকে প্রত্যাহার করেছিলেন ভাইজান।তবে সালমান এখন নিজেই নীরবতা ভেঙে অরিজিৎকে ‘ভালো বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন। রোববার (১২ অক্টোবর) বিগ বস-১৯-এ অভিনেতা স্পষ্ট করেই বলেন যে, তিনি ও অরিজিৎ এখন ভালো বন্ধু এবং ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করছেন। বিগ বস-১৯-এর ‘উইকেন্ড কা বার’ পর্বে সালমান খানের সঙ্গে হাজির হয়েছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান রবি গুপ্তা। তখন নায়কের সঙ্গে রসিকতা করে রবি জানান, তিনি আগে ভাইজানের সঙ্গে দেখা করেননি, কারণ তিনি দেখতে অরিজিৎ সিংয়ের মতো! এই কথা শুনে হাসছিলেন সালমান। এ সময় তিনি জানান যে, তিনি ও অরিজিৎ এখন ভালো বন্ধু।...