কনে সেনাসদস্য, বর কণ্ঠশিল্পী! একটু আলাদা ক্যমেস্ট্রি। আর এই দারুণ কমবিনেশন ঘটাতে চলেছেন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। খুব শিগগির হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এরমধ্যে সেরেছেন বাগদান। তানজীব জানান, তার হবু স্ত্রী সেনাবাহিনীতে কর্মরত সাবা সানজিদা রহমান। কনের বাড়ি ঢাকার ওয়ারীতে। ১১ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্টে তানজীব সারোয়ার ও সাবার আংটি বদলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। তানজীব বলেন, ‘ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে আংটি বদল অনুষ্ঠান হয়েছে। সবাইকে জানানো হয়নি, বিয়ের সময় জানাবো।’ হবু স্ত্রী সম্পর্কে তানজীব বলেন, ‘আমাদের সম্পর্কটা বেশ আলাদা। ও সেনাবাহিনীর কর্মকর্তা, আমি গায়ক। পৃথিবীতে এমন মিল খুব একটা দেখা যায় না। ও লং কোর্স করেছে, এখন লেফটেন্যান্ট...