পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, একীভূতকরণ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা তুলে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনও সিদ্ধান্ত সরকার...