জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয়কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৭ দফা দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।১৪ অক্টোবর সকাল ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই দিন একই সময়ে দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন পালন করা হবে। ১৫ অক্টোবর জাগপার সব সাংঠনিক জেলা শহরে মানববন্ধন পালন করা হবে।সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় জাগপা পল্টন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান উক্ত কর্মসূচি ঘোষণা করেন। ৭ দফা দাবি নিয়ে জাগপা এর পূর্বে প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ১২ দিনের কর্মসূচি পালন করেছে। এবার তৃতীয় দফায় ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো...