প্রথমত, সিগন্যাল বাধা। বিছানার ধাতব ফ্রেম, বড় হেডবোর্ড, এমনকি দেয়ালের অভ্যন্তরীণ তারও রাউটারের তরঙ্গকে বাধা দিতে পারে। এর ফলে ওয়াই–ফাই সিগন্যাল বিছানার আশপাশে দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়ত, রাউটারের অবস্থানও বড় ভূমিকা রাখে। রুমের কোণে বা নিচু জায়গায় রাউটার রাখলে সিগন্যাল সমানভাবে ছড়াতে পারে না। বিশেষ করে বিছানা যদি রাউটার থেকে দূরে হয় বা মাঝখানে দেয়াল থাকে, তবে কানেকশন আরও দুর্বল হয়। তৃতীয়ত, ইলেকট্রনিক ডিভাইসের হস্তক্ষেপও সমস্যা তৈরি করতে পারে। টিভি, স্পিকার বা এমনকি...