লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম ও কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে গলা কেটে হত্যার ঘটনায় সোহেল হোসেন নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। আজ ভোররাতে রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এদিকে জোড়াখুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে সোনাপুর বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ। মানববন্ধন শেষে বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে পুনরায় সোনাপুর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিকদলের...