গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর যে আশঙ্কা করা হচ্ছিল তা বাস্তবে পরিণত করে গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী স্থানীয় দুগমুশ পরিবারের সশস্ত্র সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে, এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বিবিসি লিখেছে, ফিলিস্তিনি ছিটমহলটিতে ইসরায়েলের বড় অভিযানগুলো শেষ হওয়ার পর থেকে এটি গাজায় শুরু হওয়া অন্যতম সবচেয়ে সহিংস অভ্যন্তরীণ সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামাসের মুখোশ পরা যোদ্ধারা নগরীর জর্ডানীয় হাসপাতালের কাছে ওই পরিবারের বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময় করেছে। হামাস শাসিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তাদের নিরাপত্তা ইউনিটগুলো ওই বন্দুকধারীদের ঘেরাও করে তাদের আটক করার জন্য তীব্র লড়াইয়ে লিপ্ত হয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘একটি মিলিশিয়ার সশস্ত্র হামলায়’ তাদের বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। গাজার চিকিৎসা সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া লড়াইয়ে দুগমুশ গোষ্ঠীর ১৯...