অর্থনৈতিক সচ্ছলতা ও বাজারে আস্থা ফিরিয়ে আনতে ব্যাংক খাতকে সংস্কার করার যে পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার হাতে নিয়েছে তা এখন দেশের আর্থিক ভবিষ্যতের মোড় ঘোরানোর অন্যতম বড় চ্যালেঞ্জ। সম্প্রতি আলোচনায় এসেছে পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ। সরকার ও বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ মহল বলছে, এটি ব্যাংক খাতের অনিয়ম ও অনিশ্চয়তা কাটাতে সহায়ক হতে পারে। কিন্তু অর্থনীতিবিদ ও ব্যাংকিং বিশেষজ্ঞদের বড় অংশ বলছেন, “দুর্বল ব্যাংককে দুর্বল ব্যাংকের সঙ্গে জোড়া লাগালে শক্তি নয়, বরং সমস্যা বহুগুণে বাড়বে।” অর্থনীতির মূল চালিকাশক্তি ব্যাংক ব্যবস্থা। এখানে জনগণের আমানত, শিল্পকারখানার ঋণ, বাণিজ্য ও রেমিট্যান্সের প্রবাহ সবকিছুই ঘুরে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকার বা যে কোনো স্থিতিশীল সরকারকে প্রথমেই তিনটি বড় ক্ষেত্র ধরে কাজ করতে হবে। আস্থা পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি ও ঋণ কেলেঙ্কারি প্রতিরোধ ও ব্যবস্থাপনা ও তদারকি ব্যবস্থার শৃঙ্খলাবদ্ধ...