আগামী বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার ফল প্রকাশের চূড়ান্ত অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় থেকে পেয়েছি। এদিন সকাল দশটায় ফল প্রকাশ করা হবে। "এসএসসি ও সমমান পরীক্ষার ফলের মত খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।" গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিকতায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অন্তর্ভুক্ত ছিলেন না। গত ২৬ জুন থেকে শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ১৯ অগাস্ট। এ পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের ১২...