কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বাইরে বসবাসরত নারী-পুরুষ ও শিশুসহ ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র্যাব-১৫। এসময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা স্থানীয় এক যুবককেও আটক করা হয়। রবিবার (১২ অক্টোবর) রাতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটক আশ্রয়দাতা হলেন- হ্নীলা পশ্চিম শিকদারপাড়া এলাকার রশিদ আহম্মেদের ছেলে বোরহান উদ্দিন (১৮)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ল) ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক। র্যাব জানায়, সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে ভাড়া বাসা নিয়ে বসবাস করছে। এমনকি জায়গা কিনে স্থায়ীভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করছে। ক্যাম্পের বাইরে এসে তারা খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার, অপহরণসহ নানা অপরাধমূলক...