নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কিছু টিভি সাংবাদিকের অনভিপ্রেত কর্মকাণ্ডে ব্যথিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি অভিযোগ করেন, কয়েকজন সাংবাদিক অনুমতি ছাড়াই তার পরিবারকে ভিডিও করেছেন এবং ঘরের ভেতর ঢুকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। রিপন লেখেন,“আজ, সোমবার, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছেন। তারা কোনো অনুমতি ছাড়াই আমার পরিবারের ভিডিও করতে থাকেন। এমনকি আমার ঘরের ভেতর মহিলারা থাকার পরও তারা অনুমতি না নিয়ে ভিতরে ঢুকে পড়েন। দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন।” তিনি আরও বলেন,“আমি কোনোদিন চাইনি আমার পরিবারকে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় টাকা কামাই করতে। আমার পরিবারের সদস্যরা কখনো মিডিয়ার মুখোমুখি হননি, এবং শিক্ষাগতভাবেও কেউ সুবিধাজনক অবস্থানে নেই।” ফেসবুক পোস্টে রিপন লিখেছেন,“আমি রিপন মিয়া। ২০১৬ সাল থেকে...