স্থানীয়দের মতে, এই দাবির পেছনে রয়েছে প্রশাসনিক বাস্তবতা ছাড়াও ইতিহাস ও ঐতিহ্যের গভীর সম্পর্ক। তাদের দাবি, বাংলার ইতিহাসে নবাব ঈশা খাঁ ছিলেন পূর্ব বাংলার স্বাধীনতার প্রতীক ও বারো ভুঁইয়াদের নেতা, যিনি মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার রাজধানী ছিল সোনারগাঁও ও জয়নগর, যা বর্তমানে কিশোরগঞ্জ জেলার অংশ। ঈশা খাঁর শাসন ও সামরিক প্রভাব বিস্তৃত ছিল নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ পর্যন্ত। এই অঞ্চল ছিল তার প্রতিরোধ বলয়ের কেন্দ্রবিন্দু, যেখান থেকে নদীপথে একদিনেই পৌঁছে যেত সেনা বা বার্তা৷ যা ছিল তার শক্তির অন্যতম উৎস। নরসিংদীর শীতলক্ষ্যা-মেঘনা, কিশোরগঞ্জের হাওর এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী...