চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য পৃথক ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। বুধবার ভোটের দিন চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের ভোট গ্রহণ করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দৃষ্টিহীন শিক্ষার্থীরা আজকে (সোমবার) আমাদের কাছে আলাদা ভোট কেন্দ্রে নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ভোট দেওয়ার দাবি নিয়ে এসেছিল। আমরা তাদের দাবিটি গ্রহণ করেছি। দুইজন নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে দৃষ্টিহীন শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন। এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন শিক্ষার্থীরা ব্রেইল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের দাবি করেছিলেন। কিন্তু কমিশন তাতে সম্মত না হয়ে বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র নয় এমন সহযোগীর মাধ্যমে ভোট প্রদানের কথা বলেছিলেন’। পরে...