গোপালগঞ্জ থেকে ঢাকায় সরাসরি যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালুর প্রস্তাব দিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি তার কার্যালয় থেকে গত ৫ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক বরাবর পাঠানো হয়। জেলা প্রশাসকের ওই প্রস্তাবের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছেও পাঠানো হয়েছে। জেলা প্রশাসক বলেন, “রেলওয়েকে চিঠি পাঠিয়েছি। পরে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। “তিনি গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন।” জেলা প্রশাসকের চিঠিতে বলা হয়েছে, প্রশাসনিক, শিক্ষা, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও স্বাস্থ্য সেবার দিক দিয়ে গোপালগঞ্জ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনমাস, পল্লী উন্নয়ন একাডেমি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, অ্যাসেনশিয়াল...