সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হাসান উদ্দিন, এএসআই (নিঃ) ইউসুফ গাজীসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঞ্ছারামপুর কান্দাপাড়ার ইদন মিয়ার ছেলে আবুল হোসেন ওরফে মেহেদী (২৫), কায়েম মিয়ার ছেলে মো. সোহান (২৫), উজানচর রিফিউজি পাড়ার সাম মিয়ার ছেলে আদিল মিয়া, জগন্নাথপুর উত্তরপাড়ার শহিদ উল্লাহর ছেলে মো. রাসেল (৩৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার হারুন মিয়া মুন্সির ছেলে ফারুক মুন্সি (৩৪)। এসময় তাদের হেফাজত থেকে ৫টি লোহার কিরিচ, ১টি স্টিলের চাপাতি, ১টি লোহার চাপাতি ও ১টি ধারালো ছোরা জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ায়...