বিপিএলের বাইরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের দাবি ছিল ক্রিকেটারদের দীর্ঘদিনের। সেই দাবি মিটিয়ে গত বছর প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টির আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই ধারাবাহিকতায় এবারও মাঠে গড়িয়েছে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে হওয়া এই টুর্নামেন্ট। এবার আরও ছড়িয়ে দিয়ে এনসিএল টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। তবে তাতে বাধা হয়েছে বৃষ্টি। শুরুতে বগুড়া ও রাজশাহী ভেন্যুর তালিকায় থাকলেও শেষ পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও পাশের আউটার মাঠে। গতকাল শেষ হয়েছে এই টুর্নামেন্ট। এবারের আসরে এই টুর্নামেন্টে কী কী হলো, তা–ই দেখে নেওয়া যাক এক ঝলকে। আকবর আলী কী করছেন—এ নিয়ে কৌতূহল সব সময়ই থাকে। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক তিনি। ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপ ফাইনালে খেলা সেই একাদশের মাত্র দুজন ক্রিকেটারেরই এখনো আন্তর্জাতিক ক্রিকেটে...