রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘টমাহক’ দিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এয়ার ফোর্স ওয়ানে এ বিষয়ে সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা বিষয়টা নিয়ে ভাবছি। সম্ভবত আমরা ইউক্রেনকে টমাহত দিতে পারি।’ ট্রাম্প মন্তব্যটি এমন সময় করলেন, যখন রাশিয়ায় পাল্টা হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়ে এ সপ্তাহে ২ বার ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে যুদ্ধ পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক ও নাটকীয় পর্যায়ে’ পৌঁছাবে। গতকাল রোববার (১২ অক্টোবর) ক্রেমলিন এ সতর্কবার্তা দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘টমাহক ক্ষেপণাস্ত্র বিষয়টি আমাদের জন্য অত্যন্ত...