শরত ঋতু যেন নানান উৎসবের আগমন বার্তা বহন করে। আর সেসব উৎসবে নতুন পোশাক কেনাকাটা বিশ্বরঙ দিচ্ছে মূল্যছাড়। ‘অফুরন্ত আনন্দ ছাড়’ শিরোনামে সকল পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে বলে জানানো প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে। ৩০ বছর ধরে বিশ্বরঙ সৃষ্টিশীল ভাবনায় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে পোশাকে তুলে ধরেছে। পরিবারের সবার চাওয়া পাওয়াকে শৈল্পিক আঙ্গিকে উপস্থাপন করেছে শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রিপিস, ফতুয়া, শার্ট ইত্যাদিতে। রয়েছে পরিবারের সদস্যদের সাথে মিল রেখে পরার মতো পোশাক। আর এই সময়ে গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিক ভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব, শ্যামলে কাপড়। আর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফন-সহ ভিন্ন ভিন্ন...