জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন’সহ সাত দফা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলের সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, ১৪ অক্টোবর সকাল ১১টা থেকে যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময় দেশের সব বিভাগীয় শহরেও মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরদিন ১৫ অক্টোবর জাগপার সব সাংগঠনিক জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এর আগে দলটি ৭ দফা দাবিতে প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ১২ দিনের কর্মসূচি পালন করেছে। এবার এটি তাদের তৃতীয় দফার আন্দোলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, শুধু সাক্ষরের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন নয়, অন্তর্বর্তী...