২০২২ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে কাতার ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো, প্রতিপক্ষ পেয়েছিল ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। তিন বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চ, সেই সেমিফাইনাল, প্রতিপক্ষ একই। ছেলেদের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের সেমিতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো। সোমবার ভোরে চিলির এস্তাদিও এল তেনিয়েন্তে কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকার দেশ মরক্কো। আর নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে এগিয়েছে ফ্রান্স। ম্যাচে ৩১ মিনিটে ফোউয়াদ জাহুয়ানি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। বিরতিতে যাওয়ার আগে কোল ক্যাম্পবেল সমতায় ফেরান যুক্তরাষ্ট্রকে। জশুয়া ওয়েন্ডার নিজেদের জালে বল জড়ালে ব্যবধান দিগুণ হয় মরক্কোর। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে গেসিমি ইয়াসিনের গোলে তৃতীয় সাফল্য যোগ করে মরক্কো। দিনের অন্য ম্যাচে চিলির এস্তাদিও ভালপারাইসো স্টেডিয়ামে সাইমন বউয়াব্রের জোড়া গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিতে এসেছে ফ্রান্স।...