সোমবার (১৩ অক্টোবর) রাজধানী বাংলামোটোরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনে প্রকাশিত, প্রচারিত নারী-শিশু বিষয়ক রিপোর্টের ওপর প্ল্যান ইন্টারন্যাশনাল পুরস্কার দিয়েছে। এবার ১০৭ জন প্রতিযোগী ২১৪টি কনটেন্ট জমা দেন। যার ৪১ জনের ৫১টি কনটেন্ট প্রাথমিক ধাপে মনোনীত হয়। পরবর্তী ধাপে ১৫ জনের ১৫টি কনটেন্ট নির্বাচিত হয়। ঢাকা পোস্টের ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়র ক্রীড়াঙ্গনে নানা প্রতিবন্ধকতার মধ্যে নারীদের অংশগ্রহণ ও সাফল্যের বিষয়গুলো প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছেন। যা তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে। ক্রীড়া বিষয়ক রিপোর্টিংয়ের জন্য আরাফাত জোবায়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন। রিপোর্টারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২০২১ ও ২০২৪ সালে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড...