সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে জারি করা বিশেষ সতর্কতা এখনও বলবৎ রয়েছে। একইসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে সাইবার হামলা প্রতিরোধে করণীয় সম্পর্কে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে এই প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। যা ঢাকায় বেবিচক সদর দফতরে প্রথম অবস্থায় শুরু হয়ে দেশের অন্য বিমানবন্দরগুলোতেও আয়োজন করা হবে। এ বিষয়ে বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্বের বিমানবন্দরগুলোতে সাইবার হামলার ঘটনা ঘটছে। এতে করে বিমান চলাচল মারাত্মক আকারে বিঘ্নিত হচ্ছে। মূলত এ কারণে আমরা আগে থেকেই সতর্কতা অবলম্বন করছি। গত ৮ অক্টোবর থেকে আমরা দেশের প্রতিটি বিমানবন্দরেই এই সতর্কতা অবলম্বন করছি।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের এ রকম কোনও ঘটনা ঘটেনি। তবে এটি প্রতিরোধে আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি।’ এদিকে, সাইবার...