ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা কমে যাবে এবং তখন রাজনৈতিক দলই প্রতিনিধি ঠিক করবে।সোমবার (১৩ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি তুলে দ্রুত নির্বাচন চান তারা, কিন্তু এটি স্পষ্ট নয়।তিনি মনে করেন, এই বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত এবং সংসদ সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এখন পিআর পদ্ধতি দিলে জনগণ বুঝতে পারবে না এটা আসলে কী।তিনি জানান, সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখা হবে। চার কোটি বেকারের সংকট সমাধানে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি। দল ক্ষমতায় এলে দেড় বছরে এই সমস্যার সমাধান হবে।বিএনপি মহাসচিব...