জাপানে ফ্লুর প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। চার হাজারেরও বেশি মানুষ ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ অবস্থায় দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে সারা দেশে ফ্লুর মহামারির ঘোষণা দিয়েছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহে দেশের ৩ হাজার হাসপাতালে ৪ হাজার ৩০ জনের ফ্লু আক্রান্তের তথ্য পাওয়া গেছে।সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে ওকিনাওয়ায়, এরপর টোকিও ও কাগোশিমা প্রদেশে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত বাড়ছে। এরইমধ্যে শতাধিক স্কুল, কিন্ডারগার্টেন ও ডে-কেয়ার সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।এই দ্রুত বিস্তার নিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে, তবে তারা জানিয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক টিকাদান, মাস্ক পরা, এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হচ্ছে।প্রতিবেদন অনুযায়ী, এ বছর জাপানে ফ্লুর মৌসুম স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় পাঁচ সপ্তাহ আগে শুরু...