ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় এক সাধারণ কাশির সিরাপই হয়ে উঠল মর্মান্তিক হত্যার কারণ। রাতের পর রাত ঘুমাতে পারেননি বাবা-মা, কারণ তাদের সন্তানের সর্দিকাশি শুরু হয়েছিল। এরপর অজানা জ্বর, দুর্বলতা, ঘন হলুদ প্রস্রাব এবং হঠাৎ অচেতন হওয়া—সব মিলিয়ে শিশুরা মৃত্যুপর্যন্ত পৌঁছায়। প্রাথমিকভাবে স্থানীয় ডাক্তাররা ধারণা করেছিলেন ভাইরাল সংক্রমণ বা খাবারের সমস্যা। কিন্তু আসল সত্য ধীরে ধীরে বেরিয়ে আসে—মৃত্যুর পেছনে ছিল এক বোতল কাশির সিরাপ“কোল্ড রিফ”, যা শিশুদের জন্য ছিল বিষাক্ত। সিরাপে ছিল শিল্প রাসায়নিকডাইথাইলিন গ্লাইকোল, যা ধীরে ধীরে কিডনির কার্যকারিতা থামিয়ে দেয়। এই ঘটনায় অন্তত ২০ শিশু মারা গেছে, আর সাতজন হাসপাতালের সাথে লড়াই করছে। সিরাপটি তৈরি করেছে তামিলনাডুরসেশন ফার্মাকোম্পানি, যার ফ্যাক্টরিতে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত ৩২৫টি বড় ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। কোম্পানিটিতে কোনো পরীক্ষাগার ছিল না এবং লাইসেন্সও...