সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। তখন শুধু শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে একে একে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অবস্থান নিলে দুপুর ১টার দিকে উভয় পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে যেতে না পারে সেজন্য ওই সড়কটির দুপাশই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। সেখানে পুলিশের জলকামান ও সাঁজোয়া যান দেখা গেছে। অবস্থান কর্মসূচি থেকে ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, শিক্ষার্থীরা উপদেষ্টা বা কারো কাছে যাবে না। তাদের শিক্ষার্থীদের কাছে আসতে হবে। তা না হলে কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীরা দায়ী...