ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সাপের দংশনে হৃদয় হোসেন (১৮) নামে একজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।হৃদয় হোসেন ওই গ্রাামের মিল্টন বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও মৃতের স্বজনরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হৃদয় হোসেন। এর কোনো এক সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে পরিবারের লোকজন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়ায় নেওয়ার পর সোমবার ভোরে মারা যান হৃদয় হোসেন। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন জানান, ‘রাতে...