মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমান কিছুক্ষণ আগে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির তদারকি করতেই তার এই সফর। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরো পড়ুন:গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্পমার্কিন পর্যটকদের ওপর ১০ হাজার ডলার ভিসা বন্ড আরোপ করল মালি মার্কিন পর্যটকদের ওপর ১০ হাজার ডলার ভিসা বন্ড আরোপ করল মালি ইসরায়েলি সংসদ নেসেটে ট্রাম্প আজ ভাষণও দেবেন। এদিকে, ইসরায়েল তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’-এ ট্রাম্পকে সম্মানিত করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গণমাধ্যমকে জানান, নেসেটে ট্রাম্পের সঙ্গে আজ বৈঠকের সময় তিনি তাকে এই পুরষ্কারের ব্যাপারে অবহিত করবেন। হারজগ বলেন, ট্রাম্প ইসরায়েলের...