ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, যিনি বড় হয়েছেন দেওয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টার টাঙিয়ে। যার পদচারণা অনুসরণ করে রিয়াল মাদ্রিদেও এসেছেন তিনি। শৈশবের স্বপ্নের তারকার পথ ধরে রিয়ালের নতুন তারকা এখন এমবাপ্পে। তবে তিনি মনে করেন, রোনালদো এখনো রিয়াল মাদ্রিদে সবচেয়ে বড় নাম। সদ্য প্রকাশিত এক সাক্ষাৎকারে এই ফরাসি ফরোয়ার্ড রোনালদোকে নিজের আদর্শ ও পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেছেন। রিয়ালে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত নয় বছরে ৪৫০ গোল করেন রোনালদো। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। চারটি চ্যাম্পিয়নস লিগসহ ১৬টি শিরোপাও এনে দিয়েছেন মাদ্রিদকে। এমবাপ্পেও তার ‘রোল মডেল’ রোনালদোর পথ ধরেই এগোতে চান। রোববার (১২ অক্টোবর) ‘মুভিস্টার’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমি মনে করি,...