জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদের আবাসিক হলের একটি কক্ষে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের আটকে রেখে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে। একই বিভাগের ৫৩ ব্যাচের (দ্বিতীয় বর্ষ) সিনিয়র শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িত। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের ৪০৩ নং কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক, হল গার্ড, হল সংসদের দ্বিতীয় বর্ষের ১৫ জন শিক্ষার্থী মিলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগ দিচ্ছিলেন। অভিযুক্তরা হলেন- সাইদ, তানভীর রহমান মুন, আব্দুল্লাহ আল ফাহাদ, আবু তালহা রনি, রাজিব শেখ, ইয়ামিন খান হৃদয়, আবু সাইদ, জান্নাতুল আদন, আহমেদ আরেফিন রাতুল, রেজওয়ান ইসলাম রিফাত, তাসনিমুল হাসান জুবায়ের, রুম্মান, রাকিবুল হাসান নিবিড়, জাহিদুল ইসলাম এবং উশান্তা ত্রিপুরা। জানা গেছে, ২১ নং হলের ৪০৩ নং কক্ষে নবীন...