গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি, র্যাব ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। ট্রাইব্যুনাল সোমবার (১৩ অক্টোবর) অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর। দুইটি মামলায় মোট আসামি ৩০ জন— একটি টিএফআই সেলে নির্যাতনের অভিযোগে, অপরটি জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের অভিযোগে। ১. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা২. সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী৩. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৪. সাবেক আইজিপি বেনজীর আহমেদ৫. র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন৬. র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ৭. র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল আনোয়ার লতিফ খান৮. র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপস) ব্রিগেডিয়ার...