নতুন গানে ফিরছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। প্রকাশ পেতে যাচ্ছে তাঁদের ৪টি নতুন গান। বিষয়টি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে ব্যান্ডটি। তাঁরা জানান, ভক্তদের জন্য নতুন চারটি গান তৈরি করেছে আর্টসেল, যা শিগগিরই ‘ইপি’ বা ‘বর্ধিত সংকলন’ হিসেবে প্রকাশিত হবে। ইপিটির শিরোনাম ‘চতুর্থাংশ’। ইপি হলেও নতুন চারটি গান আলাদাভাবে প্রকাশিত হবে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে প্রথম গান ‘ও আকাশ’। আগামী ১৫ অক্টোবর আসবে দ্বিতীয় গান, শিরোনাম ‘একটা নতুন গান’। এরপর চলতি মাসেই প্রকাশ পাবে তৃতীয় গান ‘বিদায় কীভাবে জানাই’। নভেম্বরের শেষদিকে প্রকাশিত হবে শেষ গান ‘জানি ভুল করেছি’। আর্টসেল’র ভোকালিস্ট লিংকন ডিকস্তা বলেন, ‘আমরা সম্প্রতি চারটি নতুন গান তৈরি করেছি। গানগুলো করার সময় আমরা অনুভব করেছি, মনের অনুভূতিগুলোর ঠিকঠাক প্রকাশ ঘটাতে পেরেছি। সেজন্য চারটি গান ইপি আকারে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া। এই গানগুলো...