দুর্লভ এক মানবিক ঘটনার সাক্ষী হয়েছিল জাপানের এক ছোট্ট রেলস্টেশন। হোক্কাইদো অঞ্চলের কিউ-শিরাতাকি নামের সেই স্টেশনটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। কারণ, সেখানে প্রায় কোনো যাত্রীই উঠানামা করত না। কিন্তু পরে জানা যায়, একজন স্কুলছাত্রী—কানা হারাদা—প্রতিদিন সেই স্টেশন থেকে ট্রেনে চড়ে বিদ্যালয়ে যেত। এরপরই কর্তৃপক্ষ মানবিক সিদ্ধান্ত নেয়: মেয়েটির পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত স্টেশনটি চালু রাখা হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে তার জন্য ট্রেন থামত, আর সে স্কুলে যেত। দীর্ঘ সময় এই ব্যতিক্রমী উদ্যোগ চলেছিল। অবশেষে ২০১৬...