
রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ঈশ্বরদী মধ্য শহরের রেলওয়ে মাল গুদাম সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসে ওই পার্সেলটি পাওয়া যায়। কিন্ত পার্সেল খুলে দেখা যায় বাদামের পরিবর্তে বস্তা ভর্তি ১৪ কেজি গাঁজা। খবর পেয়ে রোববার রাতেই করোতোয়া কুরিয়ার সার্ভিসের ঈশ্বরদী শাখায় অভিযান চালায় র্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি দল। এ সময় র্যাব সদস্যরা বস্তা ভর্তি ওই ১৪ কেজি গাঁজাসহ উদ্ধার এবং দুলাল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতার মাদক কারবারি দুলাল হোসেন লালমনিরহাট সদর উপজেলার দূরাকুঠি গ্রামের মৃত আক্কাস আলীর...