প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর আন্দোলন পরিষদের উদ্যোগে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ শিক্ষার্থীদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিলে সচিবালয় লিংক রোডে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’ দালালদের টালবাহানা চলবে না চলবে না’ এমন স্লোগান দেন। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর আন্দোলন পরিষদের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “সরকার সাত কলেজকে নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো আইন জারি করা হয়নি। আমরা আজই...