অন্তত পাঁচটি দল নিয়ে ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য দল চেয়ে দরপত্র আহ্বান করছে বিসিবি। বিপিএলের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিগ বাজেটের দল করে ক্রিকেটপ্রেমিদের মন ভরিয়ে দেয় দলটি। কিন্তু গেল কদিন ধরে বিপিএলকে কেন্দ্র করে সবচেয়ে বড় গুঞ্জন সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল থাকছে না এবারের আসরে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বরং, বিপিএলের আসন্ন আসরে অংশ নিতে আয়োজকদের নির্দিষ্ট বিষয়ে শর্ত দিয়েছে তারা। সঙ্গে এ-ও জানিয়েছে যদি বিপিএলে বরিশাল খেলে তাহলে তামিম ইকবালও খেলবেন। ক্রিকবাজকে দলটির চেয়ারম্যান মিজানুর রাহমান বলেছেন, ‘’যদি বিপিএল হয় তবে আমি তাকে (তামিম) খেলার জন্য অনুরোধ করব এবং আমার মনে হয় বরিশাল খেললে সে-ও খেলবে।" কিছুদিন আগেও তামিম বিসিবি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। মাঠে ফেরার...