দক্ষিণ আফ্রিকান স্পিনে মাত্র ১৬ রানে শেষ পাঁচ উইকেট খোয়ালেও ইমাম-উল-হক, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার সেঞ্চুরি মিস করা ফিফটিতে চড়ে লাহোর টেস্টে এখন পর্যন্ত স্বস্তিতেই রয়েছে স্বাগতিক পাকিস্তান। কারণ ইতোমধ্যেই যথেষ্ট টার্ন লক্ষ্য করা গেছে লাহোরের উইকেটে। যে ভেল্কি দেখিয়ে দক্ষিণ আফ্রিকার তিন স্পিনারের মধ্যে সেনুরান মুথুসামী একাই তো নিলেন ৬ উইকেট। বাকি দুজনের মধ্যে প্রেনেলান সুব্রায়েন ২টি ও সায়মন হারমার নিলেন ১ উইকেট। বাকি উইকেটটি গেছে পেসার কাগিসো রাবাদার পকেটে। এর আগে রোববার লাহোরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের উদ্বোধনী দিনে পাকিস্তানের ব্যাটিং ছিল দৃঢ় ও শৃঙ্খলাপূর্ণ। ইমাম-উল-হক ও শান মাসুদের ১৬১ রানের দ্বিতীয় উইকেট জুটি এবং পরে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার অপরাজিত ১১৪ রানের ষষ্ঠ উইকেট জুটিতে ৫ উইকেটে ৩১৩...