স্বাধীনতার পর এলাকাবাসী উক্ত গণশহিদদের স্মরণে বড়ইতলা গ্রামের নাম পাল্টিয়ে শহীদনগর নাম রাখে এবং হত্যাকাণ্ড স্থলে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। ১৯৯৯-২০০০ অর্থ বছরে জেলা পরিষদের তদানীন্তন সচিব সুভাষ চন্দ্র সরকারের একান্ত আগ্রহে এবং জেলা পরিষদের অর্থায়নে গণশহিদদরে স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা এবং নামসম্বলিত একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। এখনও প্রতিবছর এই দিবসটিকে স্মরণ করে স্থানীয় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণসহ আলোচনা সভা আয়োজনের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহিদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা জয়নাল আবেদিন, জুবায়ের আহমেদ, হাবিবুর রহমান মুক্ত, এম এ আওয়াল, ডাক্তার আব্দুল হাই, অবসরপ্রাপ্ত সহকারী...