যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, গাজা থেকে জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসান প্রচেষ্টায় বিশেষ ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হবে। খবর এএফপিরহারজোগ তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে কেবল আমাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনতেই সহায়তা করেননি, বরং নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছেন।তিনি আরও বলেন, তাকে ইসরায়েলি প্রেসিডেন্টের সম্মাননা পদক প্রদান করা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়।হারজোগ জানান, আগামী মাসগুলোতে এই পুরস্কার প্রদান করা হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সময় তিনি ট্রাম্পকে এ সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন।সোমবারই ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে...