নিজস্ব প্রতিবেদক : ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বিরাজ করছে অস্বস্তিকর পরিস্থিতি। যিনি একসময় দিল্লির “চিরসখা” হিসেবে পরিচিত ছিলেন, আজ সেই শেখ হাসিনা ভারতের কাছে এক ধরনের কূটনৈতিক “বোঝা”তে পরিণত হয়েছেন বলে অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, শেখ হাসিনা বর্তমানে “নজরবন্দী” অবস্থায় রয়েছেন এবং তার রাজনৈতিক কার্যক্রমের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বলছে, “যতদিন প্রয়োজন, ততদিন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হবে”, কিন্তু ভেতরে ভেতরে তারা তাকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। ভারতে অবস্থানকালীন শেখ হাসিনার বেফাঁস ও দাম্ভিক মন্তব্য কেবল ভারত নয়, আন্তর্জাতিক মহলেও কূটনৈতিক জটিলতা তৈরি করেছে। সূত্র বলছে, দিল্লি তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশ সম্পর্কে কোনো উস্কানিমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং তা দুই...