প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হলে জীবিকার তাগিদে বিপাকে পড়েন ভোলার ক্ষুদ্র জেলেরা। আয় বন্ধ হয়ে যাওয়ায় এবং ঋণনির্ভর জীবনের চাপে অনেকেই বাধ্য হয়ে অবৈধ বা নিষিদ্ধ জাল ব্যবহার করছেন বলে জানানো হয়েছে কোস্ট ফাউন্ডেশনের এক সাম্প্রতিক গবেষণায়। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ জেলে পরিবার নিষেধাজ্ঞার সময়ও মাছ ধরতে এসব জাল ব্যবহার করেন। অথচ তাঁদের ৯৩ শতাংশ জানেন, এই জাল নদী ও সাগরের জীববৈচিত্র্য ধ্বংস করে এবং মাছের প্রজনন ও উৎপাদন হ্রাস ঘটায়। জীবিকা টিকিয়ে রাখতে এসব জেলে কারেন্ট, মশারি, প্লাস্টিক, বিন্দি, ঠেলা ও খুটা জালের মতো অবৈধ সরঞ্জাম ব্যবহার করছেন। এতে সামান্য কিছু মাছ ধরা পড়লেও নির্বিচারে মারা যাচ্ছে অগণিত পোনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে শৈবাল, ক্ষুদ্র জলজ প্রাণী ও অন্যান্য জীববৈচিত্র্য। কোস্ট ফাউন্ডেশনের গবেষণাটি ২০২৪ ও...