স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে জিতেছে অস্ট্রেলিয়া নারী দল। রোববার (১২ অক্টোবর) নারী ওয়ানডে বিশ্বকাপে বিশাখাপত্তনমে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ৩৩০ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৬ বল ও ৩ উইকেট হাতে রেখেই ৩৩১ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এর আগে নারীদের ওয়ানডেতে রান তাড়ায় ৩০০ পেরিয়ে জয়ের রেকর্ড ছিল একটিই। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের সেই রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার দখলে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে ৩০২ রানের লক্ষ্য তাড়া কেরতে নেমে ৩৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় লঙ্কানরা। গতকাল সেটি ছাপিয়ে গেছে অস্ট্রেলিয়া নারী দল। অস্ট্রেলিয়ার এই ইতিহাসগড়া জয়ের নায়ক ছিলেন অধিনায়ক অ্যালিসা হিলি। ২১ চার ও ৩ ছক্কায় ১০৭ বলে ১৪২ রানের দুর্দান্ত...