১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সভায় জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও সমাজে বড় প্রভাব ফেলে। দুর্যোগ আসলে মানুষের ভোগান্তির সীমা থাকে না। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে দুর্যোগ মোকাবিলায় সচেতন হতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। আলোচনা...