
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। এ বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন তিনি।শফিকুল আলম জানান, রোম সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলে কিছু পত্রিকা জানিয়েছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই—এই সফরসংক্রান্ত বিষয়ে বাসস বা অন্য কোনো সংবাদমাধ্যম আমার সঙ্গে কথা বলেনি।তিনি লেখেন, বুধবার এক ব্রিফিংয়ে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে জানিয়েছি যে, প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের সভায় যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। কিন্তু...