পোস্টটি ঘিরে মুহূর্তেই সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। মন্তব্যের ঘরে রিয়া মণি লিখেছে, ‘যে বউ তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে পারে, তার ডিভোর্সের জন্য অপেক্ষা করছ কেন? তোমার তো তালাক দেওয়ার কথা তাকে।’ এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নেটিজেনদের একাংশের সন্দেহ এখনো ঘুরছে রিয়া মনির দিকেই। অনেকে মন্তব্য করেছেন, ‘রিয়াকে রিমান্ডে নিলে সব বেরিয়ে আসবে।’ যদিও হিরো আলম নিজে এখনো রিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি।...