আগামী বছর হজে অংশ নিতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্ধারিত সময় অনুযায়ী রবিবার (১২ অক্টোবর) রাত ১২টায় হজ নিবন্ধনের শেষ সময়সীমা শেষ হয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৯ হাজার ৫৮৪ জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। তবে এখনো মোট কোটার প্রায় দুই-তৃতীয়াংশ শূন্য রয়েছে। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। কোটার তুলনায় নিবন্ধনের সংখ্যা অনেক কম হওয়ায় নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে কি না-সে বিষয়ে আজ সোমবার (১৩ অক্টোবর) নতুন সিদ্ধান্ত আসতে পারে। এদিকে হজ...